দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) ‘রেড নোটিশ’ জারি করেছে। গত ১০ এপ্রিল এই নোটিশ জারি করা হয়। এর পাশাপাশি, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা থেকে অপসারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন ইন্টারপোলের আইনি পর্যালোচনার অধীনে রয়েছে।
বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। আদালতের নির্দেশে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে, বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আর্থিক দুর্নীতি ও অপরাধের অভিযোগের গুরুত্ব বিবেচনা করে গত ১০ এপ্রিল ইন্টারপোল দ্রুত পদক্ষেপ হিসেবে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
বেনজীরের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, তিনি সপরিবারে পলাতক রয়েছেন এবং তার অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। রেড নোটিশ জারির ফলে, তার অবস্থান শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে এখনও নোটিশটি প্রকাশ করা হয়নি, তবে তার অবস্থান শনাক্ত হওয়ার পর সেটি প্রকাশ করা হবে। ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া, শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের সঙ্গে তিন দফায় যোগাযোগ করা হয়েছে, যার পর্যালোচনা চলছে।
ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ১১ জন মন্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করেছে। যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে, তারা হলেন: শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আ ক ম মোজাম্মেল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, তারেক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ এবং মোহাম্মদ আলী আরাফাত। বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন। আইজিপি এবং র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন এবং দুর্নীতির মতো গুরুতর অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
