ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। রবিবার (২০ এপ্রিল) সকালে তরিকুল ইসলাম ফাহাদ নামের এক যাত্রীর কাঁধব্যাগ থেকে বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ মোট ৮৫২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন। এপিবিএন জানায়, সকাল আনুমানিক সাড়ে ১০টায় ২ নম্বর ক্যানোপী সংলগ্ন খোলা পার্কিং এর বট গাছতলায় পৌঁছালে তরিকুলকে শনাক্ত করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএন ফোর্স তাকে আটক করে।
পরবর্তীতে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে তার কাধেঁ ঝুলানো স্কুল ব্যাগের ভিতরে ৯টি নীল পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের চুড়ি, চেইন, আংটি, ব্রেসলেট, কানের দুল, লকেট, রতন চুড়, তাঁজ, গহনার অসংখ্য ভাঙ্গা অংশসহ বিভিন্ন রকমের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এসব স্বর্ণের মান ২১ ক্যারেট। জিজ্ঞাসাবাদে তরিকুল জানান, তিনি এসব স্বর্ণালংকার বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনেছেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। ভবিষ্যতেও চোরাচালান রোধ ও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
