জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৫ দিনের মধ্যে আইন প্রণয়ন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে দলটি এই দাবি উত্থাপন করে।
এনসিপি নেতারা আওয়ামী লীগকে হিটলারের দলের সঙ্গে তুলনা করে বলেন, যেভাবে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনা হয়েছিল, অনুরূপভাবে আইন তৈরি করে আওয়ামী লীগেরও বিচার করতে হবে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন, দলটি কৌশলে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। যদি এমন হয়, তবে এনসিপি বিএনপির বিরুদ্ধেও রাস্তায় নামতে বাধ্য হবে। এছাড়াও, এনসিপি নেতারা অভিযোগ করেন, বিএনপি চলমান সংস্কার প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টি করছে।
সংক্ষিপ্ত সমাবেশের পর এনসিপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
