কোভিড -১৯ মোকাবেলায় ওমান সরকারের সুপ্রিম কমিটি পুরো দেশে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। যারা এই স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি। সম্প্রতি দেশটির স্বাস্থ্যবিধি না মেনে চলায় একাধিক ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা যেভাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন
গত বৃহস্পতিবার রয়েল ওমান পুলিশের জারি করা এক বিবৃতিতে জানিয়েছে যে, দেশটির উত্তর আল শারকিয়াহতে সুপ্রিম কমিটির স্বাস্থ্যবিধির সিদ্ধান্ত লঙ্ঘন করায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর অপরাধীদের আদালতে প্রেরণ করা হয়। আরওপি আরও জানিয়েছে যে, দেশটিতে করোনা মোকাবেলায় জনসাধারণকে জনসমাবেশ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
