ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত ১২ এপ্রিল ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ করা হয় বলে দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বৈধ অবৈধ নির্বিশেষে সৌদি আরবে ৬০ হাজার বাংলাদেশি আটক হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে। তবে এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও নিশ্চিত করেছে, সৌদি যুবরাজকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে বাংলাদেশিদের আটক করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এসব পোস্টেও দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি।
সাধারণত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে একটি পরিসংখ্যান পোস্ট করা হয়। সেখানে আইন ভাঙায় এই সময়ের মধ্যে কতজন আটক হয়েছেন তার একটি পরিসংখ্যান দেওয়া থাকে। গড়ে প্রতি সপ্তাহেই দেশটিতে ২০ হাজারের মত প্রবাসী গ্রেপ্তার হন।
তবে তাতে জাতীয়তার পরিচয় উল্লেখ থাকেনা। তবে বেশিরভাগই আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইনের দায়ে গ্রেপ্তার হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
