সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামে এক বাংলাদেশি গাড়িচালক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামে। তিনি মৃত এরশাদ মিজির পুত্র এবং এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক। তার চাচাতো ভাই মো. পারভেজ মোশারফ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
পারভেজ মোশারফ জানান, মিজানুর রহমান সৌদি আরবে পণ্যবাহী গাড়ি চালাতেন। গতকাল ২০ এপ্রিল সৌদি আরবের সময় রাত ২টার দিকে মালপত্র বোঝাই করে গাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা আজ সোমবার দুপুরে মিজানুর রহমানের মৃত্যুর সংবাদ জানতে পেরেছেন এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। মিজানুর রহমান দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবে বসবাস করছিলেন এবং সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া এই প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, “সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে একজনের মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। তিনি আমাদের উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের বাসিন্দা। তার লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।”
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
