দীর্ঘ অপেক্ষার পর সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে জেদ্দার পর এবার সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একইসঙ্গে, এই বিমান সংস্থাটি রেমিট্যান্স যোদ্ধারা যাতে সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরের যেকোনো স্থানে দ্রুততম সময়ে পৌঁছাতে পারেন, সে বিষয়ে সচেষ্ট থাকবে।
সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৪তম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে রিয়াদের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট যাত্রা করে।
সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে সরাসরি ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
সময়সূচী অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে অবতরণ করবে। ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টায় পৌঁছাবে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে দুইটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৪টি উড়োজাহাজ রয়েছে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটেও ফ্লাইট পরিচালনা করছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
