ইতালির নতুন অভিবাসন নীতির অধীনে প্রথমবারের মতো আলবেনিয়ার মাধ্যমে একজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি শনিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন, যদিও তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। ইতালির জাতীয় দৈনিকগুলোতে এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পিয়ান্তেদোসি জানান, ফেরত পাঠানো ব্যক্তি ৪২ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক, যিনি ২০০৯ সাল থেকে ইতালিতে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনসহ একাধিক অভিযোগ রয়েছে। এই প্রথম কোনো অভিবাসীকে আলবেনিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানোকে মানবপাচারকারীদের বিরুদ্ধে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদেরও একইভাবে ফেরত পাঠানো হবে বলে তিনি জানান।
গত ২৮ মার্চ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নতুন নিয়ম জারির পর ইতালীয় প্রশাসন মিলানের বিভিন্ন শরণার্থী শিবিরে অভিযান চালায়। পরবর্তীতে মিলান ও তোরিনোসহ ছয়টি শিবির থেকে ৪০ জনকে আটক করে চলতি মাসের ১১ তারিখে ‘লা নাভে লিব্রা’ নামক একটি জাহাজে করে ইতালির পুলিয়া প্রদেশের ব্রিনদিসি বন্দর থেকে আলবেনিয়ায় পাঠানো হয়।
আলবেনিয়ায় প্রেরিত ৪০ জন অভিবাসীর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসন রোমের বাংলাদেশ দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন কয়েকজনকে ‘সম্ভাব্য বাংলাদেশি’ হিসেবে উল্লেখ করে আলবেনিয়ায় হস্তান্তর করেছে, তবে এ বিষয়ে দূতাবাসকে কূটনৈতিকভাবে এখনো কিছু জানানো হয়নি। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের মাধ্যমে ইতালির ক্ষমতায় আসা জর্জা মেলোনির সরকার এই নতুন নিয়ম চালু করেছে, যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানো হচ্ছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
