দুইদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়া যাচ্ছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনার মধ্যেই তিনি এই সফর করছেন। ক্রেমলিনের তথ্য বলছে, আগামী মঙ্গলবার সুলতান হাইথাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
রয়টার্সের প্রতিবেদন বলছে, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে ওমান সুলতানের সফরে। ক্রেমলিনও একই তথ্য জানিয়েছে। শনিবারে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা হয় ইরানের।
তার আগ দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর লাভরভ জানান, রাশিয়া সহায়তা ও মধ্যস্থতা করতে প্রস্তুত। অতীতেও ইরানের পারমাণবিক আলোচনা ইস্যুতে ভূমিকা রেখেছে মস্কো।
এই সফরে সুলতানের সাথে থাকবেন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আল বুসাইদী। এ ছাড়া প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধানমন্ত্রী সাইয়্যেদ শিহাব বিন তারিক, দীউয়ান অফ রয়্যাল কোর্টের মিনিস্টার সাইয়্যেদ খালিদ বিন হিলাল আল বুসাইদী, রাজ কার্যালয়ের জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নু’আমানি, ব্যক্তিগত কার্যালয়ের প্রধান ডঃ হামাদ বিন সাইয়্যেদ এবং ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম বিন মোহাম্মদ আল মুরশিদী সুলতানের সফরসঙ্গী হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
