সম্পদ, সামাজিক মর্যাদা ও প্রথার সব বাধা পেরিয়ে এক প্রবাসী ড্রাইভারকে বিয়ে করেছেন সৌদির ধনকুবের নারী সাহু বিনত আবদুল্লাহ আল-মাহবুব। তিনি কয়েক বছর আগে নিজের ব্যক্তিগত ড্রাইভার এক প্রবাসীকে বিয়ে করেন। ওই প্রবাসী আফগান নাকি পাকিস্তানি তা নিশ্চিত জানা যায়নি। তবে সততা, বিনয় এবং আন্তরিকতায় মুগ্ধ হয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আনুমানিক ৮ বিলিয়ন ডলারের মালিক এই ব্যবসায়ী নারী।
সাহুর ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত মক্কা-মদিনা থেকে ফ্রান্স পর্যন্ত। কিন্তু ব্যক্তিগত জীবনে তার এই সিদ্ধান্ত রক্ষণশীল সৌদি সমাজে রীতিমতো আলোড়ন তুলেছে। কারণ, সৌদি নারীদের বিদেশিকে বিয়ে করতে হলে পেরোতে হয় কঠিন আইনি ও সামাজিক শর্ত—অভিভাবকের অনুমতি, ধর্মান্তর, আর্থিক স্থিতি প্রমাণসহ নানা প্রক্রিয়া।
অনলাইন প্রতিবেদন অনুসারে, তাদের বিয়ে হয়েছে একান্ত ঘরোয়া পরিবেশে এবং গোপনে। তবে খবরটি প্রকাশ্যে আসার পর তা ছড়িয়ে পড়ে দ্রুত। কেউ একে ভালোবাসার জয় হিসেবে দেখছেন, আবার কেউ পুরনো দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনাও করছেন।
অবশ্য বিবিসি উর্দুর ফ্যাক্ট চেক বলছে ভিন্ন কথা, বিয়ের এই ছবিটি কোনো বিলিওনিয়ার নারীর নয় বলে দাবী তাঁদের। জোরালো প্রমাণ না থাকলেও ওই নারী পেশায় একজন লেখিকা বলে ধারণা ফ্যাক্ট চেকারদের। তবে বিয়েতে সৌদি নারীর বিপরীতে যিনি আছেন তিনি যে একজন প্রবাসী তা নিশ্চিত বলেই জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
