সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের বিষয়টি বেশ উদ্বেগের সৃষ্টি করেছে। গত এক সপ্তাহে ২০ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারের খবরটি নিঃসন্দেহে সেখানকার প্রবাসী শ্রমিক ও অন্যান্য পেশাজীবীদের মধ্যে ভীতি সঞ্চার করেছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এই বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অবৈধভাবে সীমান্ত পার হওয়া এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে যারা ধরা পড়েছেন, তাদের সংখ্যাও উল্লেখযোগ্য।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ইথিওপিয়ান এবং ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই বেশি। তবে এই অভিযানে কোনো বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে। কেউ যদি অবৈধ অনুপ্রবেশে সাহায্য করে, পরিবহন বা আশ্রয় দেয়, তবে তাকে দীর্ঘ কারাদণ্ড এবং বিপুল পরিমাণ জরিমানার সম্মুখীন হতে হবে। পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি এবং অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এই ধরপাকড় কতদিন চলবে এবং এর পরিণতি কী হবে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
