দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুতে ভারত সরকারের দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ভারত সরকারের এমন মন্তব্য দুঃখজনক। তিনি বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের ওপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ভিত্তিহীন এবং বাংলাদেশ তা প্রত্যাখ্যান করছে।
প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ এমন একটি রাষ্ট্র নয় যেখানে সংখ্যালঘুরা সরকারের মদদে বৈষম্যের শিকার হন। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশ সরকার সকল নাগরিকের অধিকার রক্ষা করে। তিনি জানান, এই বিশেষ ঘটনায় নিশ্চিত হওয়া গেছে যে ভুক্তভোগী তার পূর্বপরিচিত কয়েকজনের সাথে বাইরে গিয়েছিলেন এবং তার পরিবারও এ বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করেনি।
শফিকুল আলম জানান, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে ভবেশ চন্দ্র রায়ের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং সেই রিপোর্ট পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তিনি সকল পক্ষকে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর ও উসকানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই মন্তব্য করেন এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি এড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















