ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫) ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন। রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনের মিসাইল হামলায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। গতকাল শুক্রবার আকরামের এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আকরামের পরিবার জানায়, অভাব অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরাতে ও ভবিষ্যতের আশায় নয় মাস আগে রাশিয়া যান আকরাম। ওয়েল্ডিং কাজের প্রশিক্ষণ নিয়ে রাশিয়ার একটি চীনা কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তার উপার্জনে পরিবারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছিল। তবে দুই মাস আগে দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি এবং ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ শুরু করেন।
আকরামের যুদ্ধের কিছু ছবি তার ফেসবুকেও পোস্ট করেছিলেন। কিন্তু সেই স্বপ্নময় যাত্রার করুণ পরিণতি হয় ইউক্রেনের এক মিসাইল হামলায়। আকরামের মৃত্যুতে তার মা মোবিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন, অন্য সদস্যরাও শোকে স্তব্ধ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তারা।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানিয়েছেন, এ ঘটনায় তারা অবগত আছেন এবং মরদেহ দেশে ফেরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একইসঙ্গে ক্ষতিপূরণের জন্যও সরকারি সহায়তা চেয়েছে শোকাহত পরিবারটি।
এ ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমালে কতটা বিপদের মুখে পড়তে হয় তরুণদের, বিশেষ করে দালালদের ফাঁদে পড়লে পরিণতি হতে পারে মর্মান্তিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
