সৌদি আরবে যাওয়ার মাত্র ২৬ দিনের মাথায় এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়। জানা গেছে, কাজের সন্ধানে মাত্র ২৬ দিন আগে সৌদি পাড়ি জমান তিনি। সেখানে আবহা শহরে সড়ক পরিছন্নতাকর্মীর কাজ নিয়েছিলেন। প্রতিদিনের মতো বুধবার সকালে মিনহাজকে কোম্পানির গাড়ি করে কাজের স্থানে পৌঁছে দেওয়া হয়। এরপর সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
একইদিন সৌদি থেকে এসেছে আরও এক দুঃসংবাদ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শফি উদ্দিন নামে অপর এক প্রবাসী। পরিবারের স্বচ্ছলতার জন্য প্রায় ১৫ বছর আগে তিনি সৌদি পাড়ি জমান। সেখানে তেলবাহী লড়ি চালাতেন। গত বুধবার রাতে জেদ্দার আল-বালাদ শহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে সৌদি আরবের তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান কক্সবাজারের রামু উপজেলার দুই যুবক। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে সিফাত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
