মার্চে বাংলাদেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে, অঙ্কে যা ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। জানুয়ারি-ফেব্রুয়ারির মত মার্চ মাসেও শীর্ষস্থান ধরে রাখলো যুক্তরাষ্ট্র।
রেমিট্যান্স প্রাপ্তির তালিকার পরবর্তী স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। শীর্ষ ১০ দেশের তালিকার অন্যান্য দেশগুলো হল যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার এবং সিঙ্গাপুর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চে যুক্তরাষ্ট্র থেকে ৫৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আমিরাত থেকে এসেছে ৫০ কোটি ৮৩ লাখ ডলার। তৃতীয় স্থানে থাকা সৌদি আরব থেকে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ৮৪ লাখ ডলার। যু
ক্তরাজ্য থেকে এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার, মালয়েশিয়া থেকে ২৯ কোটি, কুয়েত থেকে ১৮ কোটি, ওমান থেকে ১৮ কোটি, ইতালি থেকে ১৫ কোটি এবং কাতার থেকে এসেছে ১১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। এর মধ্যে ওমান থেকে যে পরিমাণ আয় এসেছে তা বিগত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
