২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণা চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা করেন ফয়জুল করীম নিজেই।
মামলায় বর্তমান মেয়র ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিবাদী করা হয়েছে। মামলার পক্ষে আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ভোটে কারচুপির অভিযোগ তুলে তারা আদালতে আর্জি জানিয়েছেন। তার ভাষ্য, নির্বাচনে জনগণের রায় উপেক্ষা করে প্রশাসনিক সহযোগিতায় একটি পক্ষকে বিজয়ী দেখানো হয়, যা গণতান্ত্রিক নীতিমালার পরিপন্থী।
আইনজীবী বলেন, “নির্বাচনের দিন ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে, প্রতিটি কেন্দ্রে তাকে প্রতিহত করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চেয়েও কোনো লাভ হয়নি। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের বিতর্কিত মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমরা আইনি পথে এগিয়েছি।”
তিনি আরও বলেন, বর্তমানে প্রশাসনের মাধ্যমে সিটি কর্পোরেশন পরিচালিত হচ্ছে, যেখানে নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এ অবস্থায় ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে মুফতি ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুল করীম পান ৩৩ হাজার ৮২৮ ভোট। ফলাফল ঘোষণার পর থেকেই বিতর্ক সৃষ্টি হয় এবং সেই সময়েই নির্বাচন বাতিলের দাবি ওঠে। এবার বিষয়টি গড়িয়েছে আদালতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
