ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতু বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে তার নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু বেগম স্থানীয় সহস্রাইল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতু বেগম বাড়িতে আইপিএস লাইনের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, গৃহস্থালির কাজ করতে গিয়ে আইপিএস লাইনের সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
