পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক রয়েছেন আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। বাকি ছয় আসামি—রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান—রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হন এসবি পরিদর্শক মামুন। ঘটনার দুই দিন পর গাজীপুরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বনানী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত ২০২১ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় মোট ৩৮ সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সব তথ্য-প্রমাণ যাচাই শেষে বুধবার এ রায় দেন আদালত।
প্রসঙ্গত, দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানেই স্বর্ণ ব্যবসা পরিচালনা করছেন বলে জানা গেছে। তার দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
