মালয়েশিয়ায় ভাইকে পাচারের অভিযোগে মানবপাচার আইনে বরিশালে ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন হিজলা উপজেলার মাসকাটা গ্রামের বাসিন্দা মো. খলিল।
মামলাটি গ্রহণ করে ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন মেহেন্দিগঞ্জ, আন্দারমানিক ও মাসকাটা এলাকার নয়জন ব্যক্তি, যাদের মধ্যে একজন মালয়েশিয়া প্রবাসীও আছেন।
বাদীর অভিযোগ অনুযায়ী, আসামিরা মানব পাচার চক্রের সক্রিয় সদস্য এবং তাদের মাধ্যমে ভালো বেতনে মালয়েশিয়ার রেস্টুরেন্টে চাকরির প্রলোভন দেখিয়ে খলিলের ভাই রিপন গাজি ও আবু রায়হান বাঘার কাছ থেকে মোট ১২ লাখ ৭০ হাজার টাকা নেওয়া হয়। ২০২৪ সালের ৩০ মে তাদের মালয়েশিয়ায় পাঠানো হলেও, সেখানে চাকরি না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি গাছ কাটার মতো কষ্টসাধ্য কাজে নিয়োজিত করা হয়।
ভুক্তভোগীরা কাজ করলেও নিয়মিত বেতন পাননি এবং মানবেতর জীবনযাপন করতে থাকেন। দেশে ফিরতে চাইলে তাদের পরিবার থেকে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। ২০২৫ সালের ৫ জানুয়ারির পর থেকে নিখোঁজ রয়েছেন রিপন ও রায়হান। তাদের খোঁজ নিতে গেলে আসামিরা বিষয়টি এড়িয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাদী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
