বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে উদ্বোধন করা হলো জিএম ৪০৩এম রাডার। বুধবার (১৬ এপ্রিল) ৭১ নম্বর স্কোয়াড্রনে আয়োজিত এক অনুষ্ঠানে এ রাডারের উদ্বোধন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিমান বাহিনীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং আধুনিক সরঞ্জাম সংযোজনের অংশ হিসেবেই রাডারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বাহিনীর সার্বিক নজরদারি ও পর্যবেক্ষণ সক্ষমতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আইএসপিআর জানায়, “বাংলার আকাশ রাখিব মুক্ত” এই অঙ্গীকার বাস্তবায়নে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু প্রতিরক্ষা নয়, বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। রাডারটির মাধ্যমে দেশের আকাশসীমায় যেকোনো অস্বাভাবিক ও শত্রুপক্ষের গতিবিধি আরও নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি এ উদ্যোগের কৌশলগত গুরুত্বকেই তুলে ধরে।
আধুনিক এ রাডারের সংযোজন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাঠামোতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
