প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ করে দেন সৌদি নারী সোফিয়া সারাহ আদ্দাস। গত বছর এক পরিচ্ছন্নতাকর্মীকে ওমরাহ পালনে সহায়তা করেছিলেন দুবাইয়ে বসবাস করা এই নারী।
বিষয়টি তার এতটাই ভালো লেগেছিল যে এখন সাধারণ শ্রমিকদের ওমরাহ করানোকে নিজের জীবনের মিশন হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত এক বছরে আমিরাত থেকে ৭৫০ জনেরও বেশি শ্রমিককে ওমরাহ আদায় করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় পাঠিয়েছিলেন তিনি। সম্পূর্ণ বিনা খরচে ৮ দিন সৌদিতে অবস্থান করে ওমরাহ করেছেন তারা।
তবে সোফিয়া সারাহর পক্ষে এত আগ্রাহী মানুষকে একা ওমরাহ করানো সম্ভব নয়। এ কারণে তিনি ‘ওমরাহ4লেবার্স’ নামে একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছেন। যেখানে কমিউনিটির সদস্যরা শ্রমিকদের জন্য ওমরাহ প্যাকেজ কিনতে পারেন। অর্থাৎ আর্থিকভাবে স্বচ্ছল যে কেউ চাইলে তার অর্থায়নে শ্রমিকদের ওমরাহ করাতে পারবেন।
প্রথমে ছোট্ট পরিসরে শুরু করলেও এখন ‘ওমরাহ4লেবার্স’ একটি ট্যুরিজম কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি বলেন, বর্তমানে কোম্পানির ওয়েটিং লিস্টে পাঁচ হাজারের বেশি শ্রমিক রয়েছেন। লক্ষ্য হলো যত সম্ভব শ্রমিককে বিনামূল্যে ওমরাহ পালনে সৌদি পাঠানো। গত বছর রমজান থেকে ইতিমধ্যে ৭৫০ জনকে ওমরায় পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
