পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন সংক্রান্ত বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রসঙ্গ একাধিকবার টেনে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, “আপনারা কি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত নন? আপনারা ইউনূসের সঙ্গে গোপন বৈঠক এবং চুক্তি করছেন। দেশের ভালোর জন্য হলে আমি খুশি। কিন্তু আপনাদের পরিকল্পনা কী? কোনো সংস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে লোক এনে দাঙ্গা বাধানো?”
বুধবার (১৬ এপ্রিল) কলকাতায় ইমাম-মুয়াজ্জিনদের একটি সভায় ভাষণকালে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যগুলো করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ভাষণে এই প্রসঙ্গগুলো উঠে আসে। সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল আমি এএনআই-এর একটি টুইট দেখেছি, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এতে বাংলাদেশের হাত রয়েছে’।” তিনি আরও বলেন, যদি এই সহিংসতায় বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা থাকে, তবে তার দায় কেন্দ্রীয় সরকারের, কারণ সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফের, রাজ্যের নয়।
মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতাকে “বিজেপির পূর্বপরিকল্পিত দাঙ্গা” হিসেবে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাইরে থেকে গুন্ডা এনে দাঙ্গা বাধানোর পরিকল্পনা বিজেপির ছিল। প্রথমে তারা রাম-নবমীর দিন দাঙ্গা বাধানোর পরিকল্পনা করেছিল, কিন্তু আপনারা তা ব্যর্থ করে দিয়েছেন।” কলকাতার সভায় উপস্থিত ইমাম-মুয়াজ্জিনদের প্রতি তিনি শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “আমি খুঁজে বের করব সীমান্ত এলাকায় বিএসএফ কাদের সঙ্গে হাত মিলিয়েছে এবং কিছু যুবককে পাঁচ-ছয় হাজার টাকার বিনিময়ে ইট ছুঁড়তে প্ররোচিত করেছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের বিষয়ে বিএসএফ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, ভারতের পার্লামেন্টে পাস হওয়া ওয়াকফ আইনের সংশোধনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি ও সামশেরগঞ্জ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় তিনজন নিহত হন, যাদের মধ্যে দুইজন হিন্দু এবং একজন মুসলমান বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
