ভারতের গুরুগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক বিমানবালা। গত ৬ এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে জানায় দিল্লি পুলিশ। বিষয়টি সামনে আসে ১৩ এপ্রিল, হাসপাতাল থেকে ছাড়াপাওয়ার পর স্বামীকে বিস্তারিত জানান ওই নারী। পরে পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪৬ বছর বয়সী ওই নারী গুরুগাঁওয়ে একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ৫ এপ্রিল তাকে আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখান থেকে তিনি ১৩ এপ্রিল ছাড়া পান। চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল আইসিইউতে ভেন্টিলেটরে থাকার সময় তিনি যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী নারীর দাবি, চিকিৎসাধীন অবস্থায় তিনি অর্ধচেতন ছিলেন, কথা বলার অবস্থায়ও ছিলেন না। সেই সুযোগে হাসপাতালের কয়েকজন কর্মী তাকে যৌন নির্যাতন করেন। তিনি আরও জানান, ওই সময় আশপাশে দুজন নার্স উপস্থিত ছিলেন, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।
অভিযোগের ভিত্তিতে গুরুগাঁও সদর থানায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে হাসপাতালের কর্মীদের অফিস সময়সূচি এবং ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্ত দল। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তে কাজ করছে পুলিশ।
গুরুগাঁও থানা পুলিশের মুখপাত্র সন্দ্বীপ কুমার জানান, ভুক্তভোগী নারীর বক্তব্য ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করা হয়েছে এবং তদন্তে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নিরাপত্তা কর্মীরাও বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
