ভারতের হরিয়ানায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বামীকে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় তারই ‘শাস্তি’ দিতে গিয়ে প্রেমিককে সঙ্গে নিয়ে গলায় ফাঁস লাগিয়ে স্বামীকে হত্যা করেছে এক ‘ইউটিউবার’ স্ত্রী। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিনার সঙ্গে সুরেশ নামক এক যুবকের পরিচয় হয় প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই তারা দুজনে একসঙ্গে সামাজিক মাধ্যমের জন্য ভিডিও তৈরি করতে শুরু করেন। তবে রবিনা বিবাহিত ছিলেন এবং তার ছয় বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে।
স্থানীয় সূত্রে খবর, নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দেওয়ায় রবিনা তার পরিবারের প্রতি কিছুটা উদাসীন হয়ে পড়েছিলেন। এই কারণে তার স্বামী প্রবীণের সঙ্গে প্রায়শই মনোমালিন্য হতো। প্রবীণের মনে তার স্ত্রীর সঙ্গে সুরেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত মার্চ মাসে প্রবীণ খুন হন এবং তার সন্দেহ সত্যি প্রমাণিত হয়েছিল। ঘটনার দিন প্রবীণ তার নিজ বাড়িতেই স্ত্রী রবিনা ও সুরেশকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এই ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এরপরই রবিনা তার প্রেমিকের সহায়তায় প্রবীণের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
শুধু তাই নয়, অভিযুক্ত প্রেমিক যুগল মৃতদেহ সরিয়ে ফেলার পরিকল্পনাও করে। তারা খুনের পর গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে এবং তারপর বাইকে করে প্রবীণের দেহ প্রায় ছয় কিলোমিটার দূরে একটি নর্দমায় ফেলে দেয়। ঘটনার তিন দিন পর পুলিশ প্রবীণের মৃতদেহ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে প্রবীণের স্ত্রী জড়িত। এরপর দ্রুত রবিনা ও তার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা খুনের কথা স্বীকার করে নেয় বলে জানা গেছে।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
