রিপোর্টঃ শরিফুল ইসলাম, ওমান
শীঘ্রই ওমানে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে বলে জানালো দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মাছিরাহ অঞ্চলে বসবাসরত প্রবাসীদের মাঝে দূতাবাসের সেবা প্রদানের সময় এ কথা বলেন দূতাবাসের পাসপোর্ট কর্মকর্তা মিসেস রওশন আরা পলি।
ওমানে বসবাসরত প্রবাসীদের দোর গোড়ায় দূতাবাসের সেবা পৌঁছে দিতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে দূতাবাস। গত সপ্তাহে দেশটির মুসান্দাম অঞ্চলের পর এবার দেশটির মাসিরাহ দ্বীপে কনস্যুলার সেবা প্রদান করেছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দুইদিনে প্রবাসীদের মাঝে দূতাবাসের নানা সেবা প্রদান সহ সচেতনতামূলক বেশকিছু প্রোগ্রাম করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান।

ওমানের মাটিতে নিজেদের আত্মসম্মানবোধ বজায় রেখে এবং ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যেতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ পরিত্যাগ করতে এবং দেশ ও সরকার বিরোধী মিথ্যা প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান।
প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত আরো বলেন, “আপনারা নিজ নিজ নামে ব্যাংক একাউন্ট খুলবেন, যাতে আপনার কষ্টার্জিত অর্থ অন্য কারো একাউন্টে না যায়। সেইসাথে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সকলের প্রতি আহবান জানান। এ সময় রাষ্ট্রদূত রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত কোন ধরণের সমস্যা হলে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ূন কবির, প্রথম সেক্রেটারি (পাসপোর্ট) মিসেস রওশন আরা পলি এবং গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখার চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসীদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেজিষ্ট্রেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে বক্তব্য দেন দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির।
প্রবাসীদের অতি দ্রুত এই সেবা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বার হতে ১৭ রিয়াল খরচ হলেও এক সময় ৭০ লাখ টাকার কাজ দিবে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারগন প্রবাসী কোটায় জমি বরাদ্দ, ফ্ল্যাট কেনা, সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ পাঠানো, প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে ব্যবসা-বাণিজ্য বা কলকারখানা প্রতিষ্ঠায় লোণ পাওয়া, অসুস্থ হলে আর্থিক সাহায্য এবং মৃতদেহ দেশে পাঠানোতে ওয়েজ আর্নার্স স্মার্ট কার্ড অবশ্যই দাখিল করতে হবে।
এ সময় ওমানে ই-পাসপোর্ট কার্যক্রম প্রসঙ্গে দূতাবাসের পাসপোর্ট সেকশনের প্রথম সচিব মিসেস রওশন আরা পলি বলেন, আগে আমাদের পাসপোর্ট ডেলিভারিতে দেরী হলেও এখন তা অনেকাংশে কমে এসেছে। এখন ২ মাসের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অতিসত্বর আমরা ই-পাসপোর্ট এর আবেদন গ্রহণ করবো। সবশেষে অত্র অঞ্চলে খুব দ্রুত গালফ এক্সচেঞ্জের একটি শাখা খোলার আশ্বাস দেন গাল্ফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখার চৌধুরী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















