বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি।
মির্জা ফখরুল জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি এই সময়সীমায় সন্তুষ্ট নয়। বিএনপি মহাসচিব বলেন, “আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।”
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের সদস্যরা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তুলে ধরেন এবং দ্রুত নির্বাচনের দাবি জানান। তারা বলেন, দীর্ঘসূত্রিতা দেশের জন্য ক্ষতিকর হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে বিএনপির অসন্তুষ্টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির অনড় অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
