চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ কুয়ালালামপুরে পৌঁছেছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান, পরিবহন মন্ত্রী অ্যান্থনি লো এবং মালয়েশিয়ায় চীনের রাষ্ট্রদূত ঔয়াং ইউজিং বিমানবন্দরে প্রেসিডেন্ট শি জিনপিং ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান।
বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও মালয়, চীনা ও ভারতীয় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মিশ্রণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একটি মার্চিং ব্যান্ড ‘লেংগাং কাংকুং’ গান পরিবেশন করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম চীনের প্রেসিডেন্টের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চীনের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রাজায়ায় অবস্থিত সেরি পেরদানা কমপ্লেক্সে চীনের প্রেসিডেন্টের সম্মানে একটি সরকারি নৈশভোজের আয়োজন করবেন।
এই সফরটি চীনের প্রেসিডেন্টের ২০২৫ সালের প্রথম বিদেশ সফরের অংশ, যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়াও অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে ২০১৩ সালে শি জিনপিং মালয়েশিয়া সফর করেছিলেন, সেই সময় দুই দেশের মধ্যেকার সম্পর্ককে একটি ‘কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ’ এ উন্নীত করা হয়েছিল।
মালয়েশিয়া ও চীন ১৯৭৪ সালের ৩১ মে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। গত বছর তারা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। ২০০৯ সাল থেকে চীন মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৪৮৪.১২ বিলিয়ন মালয়েশিয়ান রিংগিত।
আসিয়ানের চেয়ার এবং আসিয়ান-চীন সংলাপ সম্পর্কের কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে মালয়েশিয়া আসিয়ান ও চীনের মধ্যেকার ‘কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ’ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















