ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা প্রায় ১৮ মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই দীর্ঘ আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি। শুধু হামলাই নয়, গাজায় মানবিক বিপর্যয় তৈরি করে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে তেলআবিব প্রশাসন।
এ অবস্থায় বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনা বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “ইসরায়েলের শত্রু” হিসেবে আখ্যায়িত করেছেন। তাছাড়া, তাকে বন্দি করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৪ এপ্রিল) ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে হালুৎজ বলেন, “নেতানিয়াহু এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকিস্বরূপ শত্রু। শত্রুকে দমন বা বন্দি করা উচিত, তবে হত্যা নয়।” তার এই বক্তব্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু তুলে ধরেছে।
নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি হালুৎজের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছে। দলটি বলেছে, এই ধরনের বক্তব্য চরমপন্থিদের প্রধানমন্ত্রীকে হত্যা করতে উৎসাহিত করতে পারে এবং এটি গণতন্ত্রের ওপর হুমকি।
হালুৎজের এই বক্তব্য এসেছে এমন সময়, যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনারা গাজায় যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করছেন। উল্লেখযোগ্য, গত জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও, মার্চের তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল, যা আবারও সহিংসতার মাত্রা বাড়িয়ে তুলেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
