দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আকাশপথে যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে আলোচনা শুরু করেছে চিরবৈরী দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল চালুর বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে এখন পর্যন্ত আকাশপথে যাত্রী পরিবহনের বিষয়ে কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
সোমবার নয়াদিল্লির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে প্রাণঘাতী এক সংঘর্ষের পাঁচ বছর পর ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। নয়াদিল্লি ও বেইজিং উভয় দেশই সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল শুরুর বিষয়ে আলোচনা করছে।
গত জানুয়ারিতে বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত পারস্পরিক বিবাদের সমাধানে কাজ করতে রাজি হয় এই দুই প্রতিবেশী দেশ। বেইজিং ও দিল্লির এই পদক্ষেপ দ্বিপাক্ষিক বিমান খাতকে শক্তিশালী করে তুলতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে চীনের বিমান চলাচলে ব্যাপক উন্নতি দেখা যেতে পারে, কারণ করোনাভাইরাস মহামারির পর আকাশপথে যাত্রী পরিবহনে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে দেশটি অন্যান্য অনেক দেশের তুলনায় পিছিয়ে রয়েছে।
নয়াদিল্লির ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আয়োজিত এক সম্মেলনে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সেক্রেটারি ভামলুনমং ভুয়ালনাম জানান, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সঙ্গে চীনের বিমান চলাচল মন্ত্রণালয়ের এক দফা বৈঠক হয়েছে। উভয়পক্ষের মধ্যে এখনও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, যেগুলো সমাধানের চেষ্টা চলছে। তবে তিনি এই মতপার্থক্যের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
২০২০ সালে হিমালয় লাগোয়া সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ভারতের অন্তত ২০ জন এবং চীনের ৪ জন সৈন্য নিহত হন। এই ঘটনার পর দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। সীমান্ত সংঘাতের এই উত্তেজনা উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। এরপর ভারত চীনা বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার ওপর বিধিনিষেধ আরোপ করে, শত শত জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করে এবং আকাশপথে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। তবে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল অব্যাহত ছিল। পার্বত্য অঞ্চলের সীমান্ত এলাকায় সামরিক অচলাবস্থার অবসানে গত বছরের অক্টোবরে ভারত ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির পর থেকে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটেছে। একই মাসে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















