পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে বসেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর এবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এর আগে শনিবার ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন আরাঘচি। ২০১৫ সালের পরমাণু চুক্তি ভেস্তে যাওয়ার পর এই আলোচনা ছিল দু’দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের। চলতি বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে তিনি পরমাণু ইস্যুতে আলোচনার আহ্বান জানান এবং ইরান রাজি না হলে সামরিক পদক্ষেপের হুমকিও দেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার অভিপ্রায় নিয়ে সন্দেহ পোষণ করে আসছে, যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে ড. আরাঘচি মস্কো সফর করবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও এই সফরের সত্যতা নিশ্চিত করে জানান, আরাঘচি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফা আলোচনা শনিবার শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠককে ‘গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে’ অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছে। উভয় দেশ আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















