ধর্ম মন্ত্রণালয় ২০টি হজ এজেন্সিকে মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়েছে। এই এজেন্সিগুলো মক্কায় ১২৬৫ জন এবং মদিনায় ৯৩ জন হজযাত্রীর আবাসন ব্যবস্থা এখনও করেনি। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, আজ (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়া রোডম্যাপ অনুযায়ী একাধিকবার সময় বৃদ্ধি করা হলেও এই এজেন্সিগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সেবা চুক্তি এবং পরবর্তীতে ২৫ মার্চ ও ৩ এপ্রিলের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পাদনের সময় দেওয়া হয়েছিল। তবে, সৌদি সরকার সম্প্রতি তাসরিয়াভুক্ত বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় এখন শুধু তাসনিফভুক্ত অর্থাৎ হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে, যা যেকোনো সময় শেষ হতে পারে।
মন্ত্রণালয় জানিয়েছে, এমন অনিশ্চিত পরিস্থিতিতে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল এজেন্সি ও লিড এজেন্সির সঙ্গে একাধিকবার সভা করা এবং পত্র ও মোবাইল বার্তার মাধ্যমে অনুরোধ জানানোর পরেও এই ২০টি এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করেনি। এর ফলে এসব এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির এই গাফিলতির কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কারণ আগামী ১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ।
ধর্ম মন্ত্রণালয় সুস্পষ্টভাবে ওই ২০টি লিড এজেন্সিকে মক্কায় অবশিষ্ট ১২৬৫ জন এবং মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়ি ভাড়ার প্রক্রিয়া আজ রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। অন্যথায়, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুযায়ী তাদের লাইসেন্স বাতিলসহ অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনে যাবেন।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
