২০২৫ সালের হজ মৌসুমে অংশ নিতে যাওয়া ১ হাজার ২৬৫ জন মক্কা-bound এবং ৯৩ জন মদিনাগামী হজযাত্রীর বাড়িভাড়া এখনও নিশ্চিত করেনি ২০টি হজ এজেন্সি। এদের বাড়িভাড়া সম্পন্ন করতে আজ সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম মন্ত্রণালয়। রোববার রাতে এক জরুরি নির্দেশনার মাধ্যমে এ আলটিমেটাম জারি করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৭০টি লিড এজেন্সির অধীনে আরও ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে যুক্ত হয়েছে। সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, প্রাথমিকভাবে হজ সংক্রান্ত সেবা চুক্তির সময়সীমা ছিল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। পরবর্তীতে এই সময়সীমা বাড়িয়ে ২৫ মার্চ পর্যন্ত করা হয়। এরপরও যারা চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে, তাদের জন্য ৩ এপ্রিল পর্যন্ত অতিরিক্ত ১০ দিন সময় দেয়া হয়।
তবে সৌদি সরকার ১৩ এপ্রিল তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। এখন কেবল তানসিয়া প্রাপ্ত হোটেল ভাড়ার সুযোগ খোলা রয়েছে, সেটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় বহুবার চিঠি, সভা এবং ফোন বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে সতর্ক করলেও, ২০টি লিড এজেন্সি নির্ধারিত কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।
ফলে, এসব এজেন্সির অধীনে নিবন্ধিত হজযাত্রীরা এবার হজে যেতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মন্ত্রণালয় জানিয়েছে, এজেন্সিগুলোর অবহেলার কারণে কোনো হজযাত্রী হজে যেতে না পারলে, সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই অবস্থায়, অবশিষ্ট ভাড়ার কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে না পারলে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘বিধিমালা-২০২২’ অনুযায়ী সংশ্লিষ্ট এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। উল্লেখ্য, হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার শেষ সময় ১৮ এপ্রিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
