ভিসা প্রক্রিয়ায় জালিয়াতি করলে চিরতরে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাতে হতে পারে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রোববার (১৩ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মিথ্যা তথ্য প্রদান বা ভুয়া নথিপত্র জমা দেয়া গুরুতর অপরাধ। এমন কোনও জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।
বার্তায় আরও বলা হয়, ‘ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ, আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।’
ভবিষ্যৎ ভিসাপ্রত্যাশীদের উদ্দেশ্যে দূতাবাসের আহ্বান, যথাযথ ও সত্য তথ্যের ভিত্তিতে আবেদন করে যেন কেউ আইনগত জটিলতা এড়িয়ে চলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
