শনিবার ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে এক হৃদয়বিদারক ঘটনায় আটজন পাকিস্তানি শ্রমিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন অনলাইনের এক প্রতিবেদনে এই ভয়াবহ ঘটনার বিবরণ উঠে এসেছে। ইরানের মেহারিস্তান জেলার একটি প্রত্যন্ত গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।
ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আটজন শ্রমিক পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর এলাকার বাসিন্দা। তারা ওই এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কর্মরত ছিলেন এবং মূলত গাড়ি ডেন্টিং, পলিশিং, রং করা ও মেরামতের কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তি অতর্কিতে ওই ওয়ার্কশপে প্রবেশ করে এবং ঘুমন্ত শ্রমিকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। নির্বিচারে গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইরানি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করেছে। ইরানি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে নিহত আটজনের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করতে পেরেছে। এরা হলেন দিলশাদ, তার পুত্র মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ এবং নাসির। বাকি নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)-এর একজন মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তবে, গোষ্ঠীটির পক্ষ থেকে হামলার কারণ সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য জানানো হয়নি। ইরানি পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতদের পরিবারে গভীর শোক বিরাজ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
