বাংলাদেশের পাসপোর্টে বহুল আলোচিত “এক্সসেপ্ট ইসরায়েল” (ইসরায়েল ব্যতীত) শব্দযুগল পুনরায় সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ প্রসঙ্গে বিভাগের উপসচিব নীলিমা আফরোজ জানান, পাসপোর্টে নতুন করে ‘ইসরায়েল বাদে’ শর্তটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত— “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” তবে ২০২০ সালে সরকার যখন নতুন ই-পাসপোর্ট চালু করে, তখন এই নিষেধাজ্ঞার বাক্যটি বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, যা বিতর্কের জন্ম দেয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগের নীতি পুনর্বহাল হওয়ায় এখন থেকে পাসপোর্টধারীরা ইসরায়েল ব্যতীত অন্য সব দেশে ভ্রমণের অনুমতি পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা এবং ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
