মডেল মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনে না চলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তদন্ত চলছে এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়াই তাকে আটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল আরও জানান, আগের সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা কয়েক লাখ মামলার মধ্যে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে ৭ হাজার ১৮৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এসব মামলা থেকে ভুক্তভোগীদের মুক্তি দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে লোপাট হওয়া ৮৮ মিলিয়ন ডলার প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, এ বিষয়ে রিভিউ কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু অর্থ উদ্ধার হয়েছে, আর বাকি অর্থ উদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে।
আসিফ নজরুল জানান, বাংলাদেশ ব্যাংক থেকে আরও বড় অঙ্ক—প্রায় দুই বিলিয়ন ডলার—চুরি করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া আলোচিত শিশু আছিয়া ধর্ষণ মামলার চার্জশিটের পর ৯০ দিনের মধ্যে বিচার শেষ হবে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
