মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে একটি সাঁড়াশি অভিযানে ৯৮ জন বাংলাদেশিসহ মোট ২৮৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে মোট ৯০টি প্রাঙ্গণ নিয়ে ছয়টি ব্লকে অভিযান পরিচালনা করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, অভিযানকালে ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৪৬ জন নারী রয়েছেন। বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আটককৃতরা বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও সুদানের নাগরিক।
জাফরি আরও জানান, এই এলাকাটিতে এটিই প্রথম অভিযান নয়। আগেও এ ধরনের অভিযান পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে আইন প্রয়োগের এই ধারা অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অভিবাসন রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
