ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে এক বাংলাদেশি নারী যাত্রীর আকস্মিক অসুস্থতার কারণে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট এফজেড ৫০১ মাঝ আকাশে থাকা অবস্থায় ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়ে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, অবতরণের পরপরই পিএএ’র একজন স্বাস্থ্য কর্মকর্তা বিমানে গিয়ে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন। অসুস্থ নারী যাত্রীর নাম মিস বেগম, যিনি বাংলাদেশের পাসপোর্টধারী। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে এই ঘটনার পর আরও বিপাকে পড়ে ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ বিমানটি। কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টা ১৫ মিনিটে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে বিমানটির ১৫৯ জন যাত্রী দীর্ঘসময় করাচি বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করতে বাধ্য হন।
পরবর্তীতে দুবাই থেকে একটি বিশেষ কারিগরি দল ও রিপ্লেসমেন্ট ককপিট ক্রু পাঠানো হয় বিমানটি মেরামতের জন্য। প্রয়োজনীয় ত্রুটি সারিয়ে উড়াল দেওয়ার অনুমতি পাওয়ার পর, স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এই ঘটনায় যাত্রীদের দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় অপেক্ষার কারণে অসন্তোষের সৃষ্টি হয়। তবে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ এবং করাচি বিমানবন্দরের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
