দীর্ঘদিন বন্ধের পর ওমানের স্কুল খোলার কারণে দেশটির রাস্তাঘাটে প্রচুর জ্যামের সৃষ্টি হয়েছে। বিশেষকরে স্কুল সংলগ্ন রাস্তাঘাটে ট্র্যাফিক জ্যাম নিয়ন্ত্রণে পুলিশের বেশ বেগ পেতে হচ্ছে। এমতাবস্থায় দেশটির সকল রাস্তাঘাট, বিশেষ করে যেসকল স্কুলের পাশে হাইওয়ে রাস্তা রয়েছে এই রাস্তাগুলোর ট্রাফিক সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। একইসাথে চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
রয়্যাল ওমান পুলিশের ট্রাফিক বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিন আওয়াদ আল রেওয়াস বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করছে রয়্যাল ওমান পুলিশ। তিনি শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা তৈরিতে সর্বাধুনিক কৌশল ব্যবহারের আহ্বান জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
