উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী আখ্যা দিয়ে ভারতীয় একটি সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ওমান। ভারতবর্ষ ও পাশ্চাত্যে ব্যাপক সাড়া ফেলে দেওয়া বলিউডের সেই সিনেমার নাম ‘দ্য ডিপ্লোম্যাট’। সিনেমাটি ওমানের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও নিষিদ্ধ হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের রাজনৈতিক মহলে প্রশংসা কুড়াচ্ছে এ সিনেমা। তবে মধ্যপ্রাচ্যে এ সিনেমাটিকে বলা হয়েছে উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী।
যে কারণে সিনেমাটি সেখানে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সিনেমার অভিনেতা এবং চলচ্চিত্র প্রযোজক জন আব্রাহাম।
দুঃখ প্রকাশ করে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটি উগ্রবাদী ও পাকিস্তান বিরোধী নয়। এ সিনেমা জঙ্গিবাদের ওপর নির্ভর করে তৈরি করা হয়নি। তবে এই ব্যাখ্যার পরও মধ্যপ্রাচ্যের ৪ দেশ ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমাটিকে কালো তালিকাতেই রেখেছে। এ খবরে বেশ মর্মাহত হয়েছেন অভিনেতা জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
