মালয়েশিয়ার পেনাং রাজ্যে ৫০ কেজি ওজনের পাথরের নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সি বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ডেপুটি পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট লি সুই সাক জানান, শুক্রবার (৫ এপ্রিল) পেনাং রাজ্যের জর্জ টাউন এলাকার জালান পায়া তেরুবংয়ের ফার্লিমের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন ওই বাংলাদেশি। এসময় পাহাড়ের ঢাল থেকে ৫০ কেজি ওজনের একটি পাথর মাথার ওপর পড়লে রাস্তা থেকে ছিটকে পড়ে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর মাথায় ও মুখে আঘাতের ফলে ঘটনাস্থলেই স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
দিকে, রাজ্যের অবকাঠামো, পরিবহন ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান জায়রিল খির জোহারি জানিয়েছেন, পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় তারা প্রতিবেদন পেয়েছেন।তিনি ফেসবুকে এক বিবৃতিতে বলেন, পেনাং সিটি কাউন্সিল (এমবিপিপি) এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে অবিলম্বে পাথর পড়ার কারণ এবং ঢালের নিরাপত্তা স্তর তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এসময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী সকল সড়ক ব্যবহারকারীকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পেনাং হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
