ওমানে সম্প্রতি ১৬/২০২০ নং একটি আর্থিক বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির অর্থমন্ত্রণালয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সরকারী খাতে বাজেটের আর্থিক পরিমাণ কমানোর নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, বাজেটের ঘাটতি কমাতে ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে বাজেটের পরিমাণ এ বছর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, করোনাভাইরাস (কোভিড -১৯) মহামারী সংকট, আন্তর্জাতিক তেলের দরপতন ও জনসাধারণের অর্থ ও সামগ্রিক অর্থনীতিতে তাদের নেতিবাচক প্রভাবের কারণে এই বছর বাজেটের পরিমাণ কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[the_ad id=”1128″]
পূর্ববর্তী আর্থিক প্রক্রিয়া অনুসরণ করে নিম্নলিখিত নির্দেশাবলী জারি করা হয়েছে:
১. ২০২০-২০২১ অর্থবছরের মধ্যে সমস্ত বেসামরিক ও সামরিক খাতে বরাদ্দকৃত বাজেটের অতিরিক্ত পাঁচ শতাংশ কাটা কার্যকর করা হবে। যাতে এই খাতে নির্ধারিত বাজেটের মোট ১০ শতাংশ হ্রাস পায়।২. প্রতিটি ইজারা সম্পত্তির বিদ্যমান ভাড়ার কমপক্ষে ১০ শতাংশ কমানো হবে। এই বিষয়ে সরকার কর্তৃক ইজারা দেওয়া রিয়েল এস্টেট সম্পত্তির মালিকদের সাথে আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
৩. বার্ষিক উদযাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমস্ত অপ্রয়োজনীয় অনুষ্ঠান এ বছর স্থগিত করা হয়েছে।
৪.অর্থ মন্ত্রণালয় থেকে গৃহীত আর্থিক ব্যবস্থাগুলি সম্পূর্ণরূপে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। দেশের আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা সুরক্ষার সামগ্রিকভাবে সকলের সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
