ওমানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে ব্যাংক থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান বলেছে, কেন্দ্রীয় ব্যংকের ইলেকট্রনিক সিস্টেম হ্যাক হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, তাদের সিস্টেম সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করছে এবং কোনো ধরনের হ্যাকিংয়ের শিকার হয়নি। তাই এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়। এবার সে বিষয়ে স্পষ্ট বিবৃতি দিলো ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে সৃষ্ট বাণিজ্যযুদ্ধের প্রভাবে রোববার লেনদেন চলাকালে নজিরবিহীন বাজারমূল্য হারিয়েছে ওমানের শেয়ারবাজার। এ বাণিজ্যযুদ্ধে পতনের মুখে পড়েছে উপসাগরীয় অন্যান্য শেয়ারবাজারও। সপ্তাহান্তে জ্বালানি তেলের ব্যাপক মূল্যহ্রাস ও বৈশ্বিক পুঁজিবাজারে দরপতন উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রোববার ওমানের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত ও বাহরাইনও তাঁদের শেয়ারবাজারে পতনের খবর জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
