ভারতীয় সেলিব্রেটিদের অন্যতম পছন্দের গন্তব্য এখন ওমান। জন্মদিন উদযাপনে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার ওমান বেছে নেওয়ার মধ্য দিয়ে ব্যাপারটি আরও স্পষ্ট হলো। ‘সিকান্দার’ ছবির কাজ শেষ করে নিজের জন্য একটু ছুটি নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
২৯তম জন্মদিনটা জমিয়ে উদযাপন করতে চলে গেছেন ওমানের সালালাহ শহরে। কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে সময় কাটাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে, নিজের মতো করে।
শুক্রবার ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে ছুটির প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন রশ্মিকা। ছবিতে দেখা যায়, তিনি সমুদ্রের ধারে বসে নানা রকম খাবার উপভোগ করছেন, আরেকটিতে খাবারের মাঝে ক্যানডিড মুহূর্ত, আর শেষ ছবিতে হাসিমুখে সিগনেচার ‘ফিঙ্গার হার্ট’ পোজ।
মজার ছলে রশ্মিকা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, সালালাহ – রোদ, বালি আর হাসির শহর। ছবিগুলো পোস্ট হতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে। কয়েকদিন আগেই রশ্মিকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, এটা তার জন্মদিনের মাস! অনেকের বয়স বাড়লে জন্মদিন উদযাপন করার ইচ্ছা কমে যায়, কিন্তু তার ক্ষেত্রে ঠিক উল্টো। এবার তাই উদযাপনের জন্য ওমানকেই বেছে নিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
