সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বলা হয়েছে, সৌদির অধিকাংশ অঞ্চলে সোমবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলো ঝড়ের আশঙ্কাও রয়েছে। ফলে চলাচলের ক্ষেত্রে সবাইকে বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় সৌদির সিভিল ডিফেন্স অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, আল বাহা, আসির ও জাজানসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে নাজরানে মাঝারি বৃষ্টিপাত এবং তাবুক ও মদিনা অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের বিশ্লেষক আকিল আল আকিল বলেন, জলবায়ু তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণ-পশ্চিমের আসির এবং আল বাহা, পাশাপাশি পশ্চিমে মক্কা এবং তাইফ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই শহরগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















