ঈদুল ফিতরের ছুটির বেড়াজালে পড়ে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী হজে গমনে অনিশ্চয়তার মুখে পড়েছেন। আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টায় সৌদিতে হজযাত্রীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়ে যাচ্ছে। ফলে বাড়ি ভাড়া না করা এসব হজযাত্রীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন। সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়া করার সময় বৃদ্ধি না করলে এবার এসব হজযাত্রীরা হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যাবেন। এসব সরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে আগেই। আগামী ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ অথবা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে অধিকাংশ সৌদি মোয়াল্লেম অফিস বন্ধ। বাংলাদেশি হজ এজেন্সিগুলোর মালিক প্রতিনিধিরা মক্কা-মদিনায় অলস সময় কাটাচ্ছেন। মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় তারা বাড়ি ভাড়া করে মোয়াল্লেম অফিসের সাথে চুক্তি করতে পারছেন না। ব্যাংক বন্ধ থাকায় বাড়ি ভাড়ার টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। আগামীকাল বৃহস্পতিবার সৌদি স্থানীয় সময় রাত ১২টায় হাজীদের বাড়ি ভাড়ার সময় শেষ হয়ে যাচ্ছে। এর পর সৌদি সরকার হাজীদের বাড়ি ভাড়ার সময় বৃদ্ধি না করলে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রী ও এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আবাবিল হজ গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ আজ বুধবার জানান, সৌদির অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় হজযাত্রীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। তিনি বাড়ি ভাড়া কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে হাজীদের বাড়ি ভাড়ার সময়সীমা আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার জন্য রাজকীয় সৌদি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
আজ বুধবার পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর মক্কা-মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। বাকি আরো প্রায় ২০ থেকে ২৫ হাজার হজযাত্রীর বাড়ি ভাড়া করা সম্ভব হয়নি। আজ বুধবার সৌদি থেকে মদিনা হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুফতি রফিকুল ইসলাম মাদানী জানান, ঈদকে কেন্দ্র করে অধিকাংশ সৌদি মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ। ফলে হজ এজেন্সির মালিক প্রতিনিধিরা ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে না পারায় হাজীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারছেন না। তিনি বলেন, আমার হোটেলের হাজীদের বাড়ি ভাড়ার জন্য একজন হজ এজেন্সির মালিক ব্যাংক বন্ধ থাকায় ১৬ লাখ রিয়াল পরিশোধ করতে পারেননি। এজেন্সির মালিকরা ব্যাংক থেকে আইবিএএন-এর টাকা ট্রান্সফার করতে পারছেন না। এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মাদানী বলেন, গোটা বিশ্বের ৬০% হাজীর বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্বের বাকি প্রায় ৪০% হাজীর বাড়ি ভাড়া সম্পন্ন করা হয়নি। মুফতি মাদানী হাজীদের বাড়ি ভাড়া কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরো ১৫ দিন বাড়ি ভাড়ার সময় বৃদ্ধির জন্য রাজকীয় সৌদি বাদশাহর আশু হস্তক্ষেপ কামনা করেন।
হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার আজ বলেন, ঈদের ছুটির দরুণ সৌদি অংশের মোয়াল্লেম অফিস ও ব্যাংক বন্ধ থাকায় মক্কা-মদিনায় বাংলাদেশি এজেন্সির মালিকরা বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করতে পারছে না। ব্যাংকে হাজীদের জমাকৃত টাকা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। হাব নেতৃদ্বয় বলেন, গতকাল পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। সৌদি সরকার বাড়ি ভাড়ার সময় বৃদ্ধি না করলে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী এবার হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। হাব নেতৃদ্বয় হাজীদের বাড়ি ভাড়ার সময় আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিতকরণের লক্ষ্যে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার মাধ্যমে সৌদি সরকারের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় বাংলাদেশের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম ভেঙে পড়বে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
