মারা গেলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর। মঙ্গলবার দিবাগত রাতে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃত্যুর খবর নিশ্চিত করছেন ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমা। গণমাধ্যমকে কিলমার কন্যা জানিয়েছেন, ‘তার বাবার কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত হলেও পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে সেরে ওঠেন। পরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে (০১ এপ্রিল) রাতে মারা যান।’
১৯৮০ ও ১৯৯০-এর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন কিলমা । ‘টপ গান’, ‘রিয়েল জিনিয়াস’, ‘টম্বস্টোন’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ -এর মতো ছবিতে অভিনয় ভক্তদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরেভার’সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পান।
অসুস্থতার কারণে দীর্ঘ সময় ধরে অভিনয়ের বাইরে চলে যান। বিরতি ভেঙে ২০২১ সালের টম ক্রুজের সঙ্গে বিশ্বব্যাপী হিট ‘টপ গান’-এ অভিনয় তাকে বড় তারকা বানিয়ে দেয়। তবে কণ্ঠনালির ক্যানসারের জন্য কথা বলতে পারতেন না। একই বছর তার জীবনের ওপর একটি তথ্যচিত্র, ‘ভাল’ প্রকাশিত হয়েছিল। তার ছেলে অভিনেতার কণ্ঠ দিয়েছেন।
১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন কিলমার। ১৯৮৮ সালে অভিনেত্রী জোয়ান হোয়ালিকে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
