ওমানে আসার আগে যেসকল প্রবাসী নিজ দেশে করোনা টিকা গ্রহণ করেছেন তারা ওমানে এসে ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিউশন সেন্টারের একটি ডেডিকেটেড কাউন্টারে গিয়ে তারাসুদ কোভিড মনিটরিং অ্যাপে তাদের বিবরণ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১২-সেপ্টেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ওমান। দেশটির সর্বশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী রেস্টুরেন্ট, মল, দোকান, সুপার মার্কেট, সরকারি অফিস আদালত, প্রাইভেট কোম্পানি ও পাবলিক স্পেসে প্রবেশে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এমতাবস্থায় যারা নিজ দেশে করোনা টিকা গ্রহণ করে ওমান প্রবেশ করেছেন, তাদের অবশ্যই নিজেদের তথ্য তারাসুদ অ্যাপে অন্তর্ভুক্ত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
রেহান কাদরী নামে এক ব্যক্তি বলেন, “করোনা টিকা গ্রহণ করা প্রবাসীদের অবশ্যই তারাসুদ অ্যাপে তাদের তথ্য অন্তর্ভুক্ত করা জরুরী। কারণ দেশটিতে প্রবেশের জন্য ও সকল স্থানে যাওয়ার জন্য করোনা টিকা গ্রহণ করা বাধ্যতামূলক। তাই যারা ওমানে আছেন তারা অবশ্যই তারাসুদ অ্যাপে নিজেদের তথ্য আপডেট করবেন। যদি কেউ তাদের তথ্য আপডেট না করেন তাহলে তারা যেকোনো সময় বিপদে পড়তে পারেন।”
উল্লেখ্য: ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক ভি, সিনোভ্যাক, মর্ডানা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্ম এবং কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা এই ৮টির যেকোনো একটি কোম্পানির টিকা নিয়ে ওমান প্রবেশ করতে পারবেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















