বরগুনার পাথরঘাটায় প্রবাসী এক যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ ও চাঁদাবাজির অভিযোগে রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে প্রবাসী নাজমুল জমাদ্দারকে জোরপূর্বক একটি আবাসনে নিয়ে যায় গদি কালাম ও তার সহযোগিরা। সেখানে আগে থেকে রাখা এক নারীর পাশে বসিয়ে তাকে উলঙ্গ করা হয় এবং ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
ভুক্তভোগী নাজমুল কিছু টাকা দিলেও চাহিদার পুরো অর্থ পরিশোধ করতে না পারায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ২৮ মার্চ নাজমুলের মা রানী বেগম পর্নোগ্রাফি আইনে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাত সাড়ে ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন বিএনপি নেতা গদি কালাম।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পর্নোগ্রাফি আইনের মামলায় আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
