ওমানে বিভিন্ন অপরাধে একাধিক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৭-সেপ্টেম্বর) মাদক বিক্রির অভিযোগ দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, আটককৃত প্রবাসীরা মাস্কাট সমুদ্র সৈকতে টেলিফোনের মাধ্যমে মাদক বিক্রয় করতো। আটককৃতদের থেকে প্রচুর পরিমাণে অবৈধ মাদক জব্দ করা হয়।
এদিকে, জালিয়াতির অভিযোগে সালালাহ থেকে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটককৃত ২ জনই ধোফার প্রদেশের একটি পেট্রলপাম্পে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে,আটককৃতরা পেট্রলপাম্পে জ্বালানি নিতে আসা গাড়ীতে তেল দেওয়ার পর বিল পরিশোধের সময় কৌশলে ব্যাংক কার্ডের ছবি তুলে তা বিদেশের হ্যাকারদের কাছে পাঠাত। যা দিয়ে বিদেশ থেকে হ্যাকাররা উক্ত ব্যাংক কার্ডের মাধ্যমে বিভিন্ন পণ্য ক্রয় করতো অবৈধভাবে। আটককৃতরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। তবে এদের সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















